রাজবাড়ীতে ট্রাকচাপায় তফসিরুল হোসেন (১২) নামের এক বেদেপল্লীর শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর সড়কের সদর উপজেলার পাসপোর্ট অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত তফসিরুল হোসেন সদর উপজেলার কামালদিয়া গ্রামের বেদেপল্লীর বাসিন্দা সাদ্দাম হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলার গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ।
ওসি শামীম শেখ জানান, সড়কে বাইসাইকেল চালাচ্ছিল শিশু তফসিরুল। এ সময় গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে ট্রাক পালিয়ে যায়।
প্রতিনিধি/ এজে