ফরিদপুরে মুক্তার হোসেন (৫৫) নামে এক কৃষকের মরদেহ পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) সকাল ৯টার দিকে পৌর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া সড়কের বদরের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
মুক্তার শহরের ডিআইবি বটতলা-সরদারপাড়া এলাকার মৃত আব্দুর রাশেদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর পৌর শহরের ডিআইবি বটতলার সরদারপাড়া এলাকার পুকুরে স্থানীয়রা আজ বুধবার সকালে মুক্তার হোসেনের (৫৫) মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।
তখন পুলিশ স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, 'খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ