রাজস্ব থেকে সম্মানি অথবা দৈনিক হাজিরাসহ অস্তিত্ব রক্ষায় ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বৃহত্তর দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ানরা। এ উপলক্ষে মানববন্ধন করেছেন তারা।
বুধবার (১৯ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতি দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা শাখার যৌথ আয়োজনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।
বিজ্ঞাপন
মানববন্ধনে তারা বলেন, আমরা দীর্ঘদিন ধরে কোনো বেতন ভাতা পাই না। এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে ইতোপূর্বে সম্মানজনক ভাতা ও দৈনিক হাজিরার বিষয়ে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল তার দৃশ্যমান অগ্রগতি আমরা দেখছি না। আমরা যারা এ আই টেকনিশিয়ানরা মাঠ পর্যায়ে কাজ করছি, তারা ঠিকমত সিমেন সরবরাহ পাচ্ছি না। এতগুলো বেসরকারি কোম্পানিকে কৃত্রিম প্রজনন নিয়ে কাজ করার অনুমতি দিয়ে টার্গেট প্রথা বহাল রাখার কোনো যৌক্তিকতা নেই। আমাদের এসব দাবিসহ যে ৭ দফা দাবি রয়েছে তা আমাদের অস্তিত্ব রক্ষার দাবি। দ্রুত এসব মানা না হলে প্রাণিসম্পদ টেকনিশিয়ানদের দাবিগুলো এক দফা দাবিতে পরিণত হবে। এবং এ থেকে তারা বৃহৎ আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন।
এসময় বক্তব্য দেন— বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ, দিনাজপুর শাখার সভাপতি সেলিম বাদশা, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, পঞ্চগড় শাখার আরিফুল ইসলাম ও অহিবুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে সংগঠনের দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি