শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ট্রেনের ইঞ্জিন বিকল

ভৈরবে ২ ঘণ্টা ধরে আটকা কিশোরগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশিত: ১৭ মার্চ ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইঞ্জিন বিকলের কারণে প্রায় দুই ঘণ্টা ধরে ভৈরবে আটকা পড়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। এতে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী। রেল কর্মকর্তারা এখনও নিশ্চিত করতে পারেননি, কতক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

সোমবার (১৭ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের অদূরে কালিকাপ্রসাদ এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে নির্ধারিত গন্তব্যের পথে আর যেতে পারেনি ট্রেনটি।


বিজ্ঞাপন


কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোরগঞ্জ এক্সপ্রেস সকাল সাড়ে ১০টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে ছেড়ে এসে দুপুর সোয়া ১টায় ভৈরব জংশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতির পর ট্রেনটি কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা করে। তবে ভৈরব থেকে কয়েক কিলোমিটার সামনে কালিকাপ্রসাদ এলাকায় পৌঁছাতেই ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

রেলপথ সচল রাখতে অন্য একটি ইঞ্জিন ব্যবহার করে ট্রেনটি উল্টো পথে ভৈরব স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে। তবে ইঞ্জিন মেরামত বা নতুন ইঞ্জিন পাঠাতে কত সময় লাগবে, সে বিষয়ে এখনও কোনো নিশ্চয়তা নেই।

এদিকে দীর্ঘ সময় ট্রেনটি আটকে থাকার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের কাছে দাবি জানিয়েছেন তারা।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub