ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তারের জের ধরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের বড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সিয়াম মোল্লার সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা সুরাবের সমর্থকদের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলেছিল। তারই জের ধরে আজ সন্ধ্যায় উভয়ের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আধিপত্য বিস্তারের জের ধরে বড়িয়া গ্রামের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। তবে এ ব্যাপারে থানায় এখনও কোনো মামলা হয়নি। কাউকে আটকও করা যায়নি।
বিজ্ঞাপন
প্রতিনিধি/টিবি