ধর্ষণরোধ ও ধর্ষকের প্রকাশ্যে শাস্তির দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা খেলাফত যুব মজলিশ।
সোমবার (১৭ মার্চ) দুপুরে ভূঞাপুর পৌর শহরের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিজ্ঞাপন
পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ গেটে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিশ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবিব, জেলা মজলিসে আমেলা সদস্য মুফতি ইমরান হোসাইন, জেলা যুব মজলিসের বায়তুল মাল সম্পাদক মোন্নাফ আলী, উপজেলা খেলাফত যুব মজলিসের সভাপতি মুফতি সোলায়মান হোসাইন, সাধারণ সম্পাদক মুফতি আবু ইউসুফ প্রমুখসহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ধর্ষণ আজ সমাজের জন্য মারাত্মক ব্যাধি হিসেবে আবির্ভূত হয়েছে। একের পর এক ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা শাস্তির আওতায় আসছে না। ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়।
প্রতিনিধি/ এজে