রাজবাড়ীর পাংশায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ সোহাগ হোসেন ওরফে শুকলাল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের সোহাগ হোসেনের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
সে পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নাসির হোসেনের ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান,
পাংশা থানার কসবামাজাইল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ধৃত আসামি সোহাগ হোসেন ওরফে শুকলালের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঘরের পশ্চিম পাশের খড়ের পালার ভিতর থেকে পাংশা থানার এসআই মো. শিহাবুদ্দীন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ও যৌথ বাহিনীর সহায়তায় সোহাগ হোসেনকে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুইটি ব্ল্যাঙ্ক কার্তুজ, দুইটি হাসুয়া, একটি স্ট্রীলের তৈরি ব্যাটন উদ্ধার করে জব্দ করা হয়। আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাকে দুপুরে রাজবাড়ি আদালতে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে