মানিকগঞ্জ জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে লাইজু রেমি (৯) নামে এক শিশু চুরি হওয়ার তিন ঘণ্টা পরে তার মায়ের বুকে ফিরেছে।
রোববার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে এই ঘটনাটি ঘটে হাসপাতালের শিশু ওয়ার্ডে।
বিজ্ঞাপন
লাইজু মানিকগঞ্জের শিবালয় উপজেলার দড়ি-কয়ড়া গ্রামের কৃষক কাইয়ুমের মেয়ে। সে কয়ড়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
লাইজুর মা শিল্পী বেগম বলেন, আমার ছোট ছেলে অসুস্থ, সে কারণে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ছেলের পাশে আমি আর আমার মেয়ে লাইজু রয়েছি। আজ সকালে এক মধ্যবয়সী নারী বেডের সামনে এসে আমার ও মেয়ের সঙ্গে কথা বলতে বলতে সখ্যতা গড়ে তুলে। পাশের বেডে তার বাবা ভর্তি রয়েছে বলেও তিনি জানান। সকালে মেয়ের ক্ষুধা লাগায় কলা কেনার জন্য ছেলেকে বেডে রেখে যেতে পারছিলাম না। ছোট মেয়েও কিনে আনতে পারবে না। এ নিয়ে মা-মেয়ে কথা বলছিলাম। এমন সময় ওই মহিলা বলেন যে আমি কিনে এনে দিচ্ছি। তাকে পাঁচশ টাকার একটি নোট দিয়ে কলা আর রুটি কিনে আনার কথা বলি। তখন সে আমার মেয়েকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বললে আমিও নিয়ে যেতে দেই। অনেক সময় পার হয়ে গেলেও তারা ফিরে না আসায়, আমি পাশের বেডসহ হাসপাতালের বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে আমার মেয়ে চুরি হয়ে গেছে বলে কাঁদতে থাকি। পরে হাসপাতাল কর্তৃপক্ষের লোকজন এগিয়ে এসে আমার কথা শুনে পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেব দুলাল বলেন, ঘটনাটি শুনে তাৎক্ষণিক হাসপাতালে এসে সিসি ক্যামেরার ফুটেজ দেখে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালানো হবে বলে সিদ্ধান্ত হয়। এ সময় হাসপাতাল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কোর্টের সামনের পান-বিড়ির দোকানদার শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসে। পরে শিশুটিকে তার মার বুকে ফিরিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান-উল্লা বলেন, আমরা শিশু লাইজুকে উদ্ধার করে তার মার বুকে ফিরিয়ে দিয়েছি এবং অভিযুক্ত বোরকা পরা নারীকে আটকের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ