রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ঢাকা

সরিষাবাড়ীতে ২ শিশুকে বলাৎকারের অভিযোগ, শিক্ষক আটক

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫, ০৯:২৯ এএম

শেয়ার করুন:

loading/img
অভিযুক্ত বজলুর রহমান

জামালপুরের সরিষাবাড়ীতে ৯ ও ১০ বছরের দুই শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার (১৫ মার্চ) রাতে অভিযুক্ত বজলুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সরিষাবাড়ীর এক মাদরাসায় ৯ ও ১০ বছরের দুই শিশুকে নিয়মিত বলাৎকার করতেন শিক্ষক বজলুর রহমান। এ ঘটনায় ১০ বছরের শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। শনিবার সন্ধ্যায় স্থানীয়রা মাদরাসা ঘেরাও করে প্রায় তিনঘণ্টা শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। একপর্যায়ে অস্বাভাবিক অবস্থা বিরাজ করলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

১০ বছরের শিশুর মা জানান, তার ছেলেকে দুই মাস ধরে বলাৎকার করে আসছিল ওই শিক্ষক। সম্প্রতি ছেলেটির পায়ুপথে রক্তপাত শুরু হলে ঘটনাটি বাবা-মাকে জানায়।

৯ বছরের শিশুর মা জানান, তার ছেলেকে চার মাস ধরে বিভিন্ন সময় ওই শিক্ষক বলাৎকার করে আসছিল।


বিজ্ঞাপন


অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, রাতেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। একজন নির্যাতিত শিশুর পরিবারও থানায় এসেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub