বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে পর পর দুইটা সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসায় ভাসছেন। সম্প্রতি এক স্বাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, মেগাস্টার শাকিব খানের জন্য বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে!
বিজ্ঞাপন
প্রিয়তম ছবির থেকে বরবাদ ছবিতে অনেক বেশি শ্রম দিতে হয়েছিল। তিনি বলেন, ‘প্রিয়তমা সিনেমায় অভিনয়ের সময় দর্শক জানত না, আমি কি পারব, কতটা পারব। তখন দর্শকদের এক ধরনের প্রত্যাশা ছিল। ‘প্রিয়তমা’ পরে দর্শকদের প্রত্যাশা অনেক গুন বেড়ে গেছে। বরবাদ সিনেমায় কাজ করার আগে আমাকে এটা মাথায় রাখতে হয়েছে যে, দর্শকদের প্রত্যাশার লেভেলটা আমার ছুঁতে হবে। অথবা তার থেকে বেশি ভালো পারফর্ম করতে হবে।’
শাকিব খানের সঙ্গে বাংলাদেশের নায়িকারা কাজ করার জন্য মুখিয়ে আছে। সেখানে 'বরবাদে' কাজ করার সুযোগটা আপনারই হল, নিজেকে ভাগ্যবতী মনে হয় কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘অবশ্যই ভাগ্যবতী মনে হয়। এই সিনেমায় কাজের সুযোগ পেয়েছি তাই ভাগ্যবতী মনে করি বিষয়টা এমন না। সিনেমায় অভিষেক হয়েছে তার সঙ্গে কাজ করার মাধ্যমে।’
বিজ্ঞাপন
তিনি যোগ করেন, ‘একজন তারকার সঙ্গে কাজ করার জন্য সবাই মুখিয়ে থাকে। শুধু বাংলাদেশ কিংবা কলকাতা নয়। সব ইন্ডাস্ট্রির অভিনয় শিল্পীরা মুখিয়ে থাকে। আমিও মুখিয়ে ছিলাম ভালো কোনো গল্পে কাজ করার জন্য। আবার ওনার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এইজন্য অবশ্যই নিজেকে ভাগ্যবাতী মনে হয়।’
শাকিব খানের সঙ্গে কাজের পর থেকেই বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। প্রিয়তমা ছবিতে অভিনেত্রীকে কাজের সুযোগ না দিলে দেশের কেউ তাকে চিনত না। তাই শাকিবের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। অভিনেত্রী বলেন, ‘প্রিয়তমা সিনেমার পর বাংলাদেশের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। যা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। বাংলাদেশের মানুষ আমাকে চিনেছে শাকিব খানের সাথে অভিনয়ের জন্য।’
বিড়ম্বনায় শাকিবের নায়িকা ইধিকা পাল
তিনি আরও বলেন, ‘শাকিব খান যদি না মনে করতেন আমি প্রিয়তমা ছবির অংশ হতে পারি বা এ সুযোগটা যদি না করে দিতেন, তাহলে ওই ছবিতে কাজ করতে পারতাম না। যদি ওই ছবিতে অভিনয় করতে না পারতাম তাহলে বাংলাদেশের মানুষ আমাকে চিনতে পারতো না। দর্শকরা আমাকে ভালবাসতে পারতো না। আর ‘বরবাদ’ সিনেমায় কোনো দিনও কাজ করতে পারতাম না। এ ছবির আমাকে যোগ্য ভেবেছেন তার জন্য কৃতজ্ঞতা।’
‘বরবাদ’ নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। ইধিকা পাল ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
ইএইচ/