শরীয়তপুরে জাজিরায় বালতিতে ককটেল ভরে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলার প্রধান আসামি আব্দুল কুদ্দুস (বোমা কুদ্দুস) ব্যাপারীকে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে র্যাব-৮ ও র্যাব-৩ এর যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার প্রসঙ্গে আজ রোববার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় বরিশাল রুপাতলি, র্যাব-৮ ব্যাটেলিয়ান সদরে ব্রিফ করবেন র্যাব-৮ বরিশাল লে. কর্নেল নিস্তার আহমেদ।
বিজ্ঞাপন
উল্লেখ্য, শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে শতাধিক হাতবোমার (ককটেল) বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় অন্তত ১৬ জন আহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে দফায় দফায় উপজেলার বিলাসপুর ইউনিয়নের আহসানুল্লাহ মুন্সীকান্দি ও বিলাসপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত হন- মারুফ মাল (২৫), হাসান মুন্সি (৫০), সজীব খলিফা (২২), নাইম খা (১৯), সাকিব মাদবর (১৯), কামাল খা (১৯), বিজয় সরদার (১৯), রেজাউল ব্যাপারী (১৯), শহর আলী মাদবর (৫০), রিফাত খা (১৯) শুভ ব্যাপারী (১৯), ফাহিমা বেগম (৪০), ফাতেমা বেগম (৪৫), হাসান মুন্সী (৪৫), ইসাম মুন্সী (২০), রিনা বেগম (৫০)। আহতদের বাড়ি বিলাসপুর ইউনিয়নে। তারা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে মারুফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়রা জানান, বিলাসপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কুদ্দুস ব্যাপারী ও বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা জলিল মাদবরের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। এই নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েবার সংঘর্ষের ঘটনা ঘটে আসছে।
শনিবার সকালে ইউনিয়নের আহসানুল্লাহ মুন্সীকান্দি ও বিলাসপুর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে পুনরায় সংঘর্ষ হয়। এ সময় শতাধিক হাত বোমার বিস্ফোরণ ঘটানো হয়। তখন দু’পক্ষের ১৬ জন আহত হন। পরে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দু’পক্ষের সংঘর্ষ এবং হাতবোমা বিস্ফোরণের ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়- একটি খোলা মাঠে উভয়পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নিয়েছেন। সেখানে অনেককে হাতে বালতি ও হেলমেট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। বালতি থেকে হাতবোমা নিক্ষেপ করা হচ্ছে। পরে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি করছে।
এ ঘটনায় রোববার পুলিশের একজন উপ-পরিদর্শক বাদী হয়ে ৮৮ জনের নামে মামলা করেন। এ ছাড়া মামলায় অজ্ঞাতপরিচয় আরও এক হাজার জনকে আসামি করা হয়েছে। মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
প্রতিনিধি/এসএস