সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ঢাকা

বিপুল পরিমাণ ভেজাল শিশু খাদ্য ধ্বংস, ৯০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

শেয়ার করুন:

loading/img

মানহীন ও অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য তৈরি ও সংরক্ষণ এবং অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয় করার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৫ মার্চ) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা দামুড়হুদা কার্পাসডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান, শিশু খাদ্য, বেকারি প্রতিষ্ঠান তদারকি করার সময় এ জরিমানা করা হয়।


বিজ্ঞাপন


20250315_124815_exported_166332~2

অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, কোমল পানীয় এ উৎপাদন সংক্রান্ত এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য না থাকায়, ক্রয় সংক্রান্ত কোনো কাগজ পত্র না থাকার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার কারণে আবুল কালামের প্রতিষ্ঠান মেসার্স কালাম স্টোরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৩৭ ও ৪৫ অনুসারে ৭০ হাজার টাকা এবং অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ ও নিম্নমানের ফ্লেভার ব্যবহার করা কারণে ৪৩ ধারা অনুসারে হাফিজুর রহমান এর প্রতিষ্ঠান মেসার্স গাউছিয়া ফুডকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সর্বমোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে জব্দকৃত ১৫০ বস্তা কোমল পানীয় ধ্বংস (পোড়ানো) করা হয়।

আরও পড়ুন

চোরাই পথে আনা ভারতীয় কসমেটিক, কাপড়সহ কারবারি গ্রেফতার

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব সদস্য ও জেলা পুলিশের একটি টিম।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন