রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

নাটোরে ধর্ষকদের প্রতীকী ফাঁসির মঞ্চ স্থাপন করে প্রতিবাদ

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৭:২৭ এএম

শেয়ার করুন:

loading/img

নাটোরে আছিয়া ধর্ষণ মামলা ৪ আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতিবাদ করেছে স্বার্থরক্ষা কমিটি।

শুক্রবার (১৪ মার্চ) রাতে শহরের মাদরাসা মোড় স্বাধীনতা চত্বরে নাটোর স্বার্থরক্ষা কমিটি এ কর্মসূচি পালন করে।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত ছিলেন- নাটোর স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস, আহ্বায়ক কমিটির সদস্য অনিক সরকার, যুগ্ম সদস্য সচিব নাহিদ আহমেদ, বুশরাত জাহান বন্নী, স্বাধীন, শারমিন শায়রাসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

নাটোর স্বার্থ রক্ষা কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস বলেন,  আমরা এমনই এক জাতি যারা নিজের মা ও বোনদের ধর্ষণের বিচার দ্রুত সময়ের ভেতর করতে পারি না। এদেশে ধর্ষকের পক্ষে এখনও আইনজীবী পাওয়া যায়। সারাদেশে দৃষ্টান্ত স্থাপনের জন্য আমরা নাটোর থেকে ফাঁসির মঞ্চ তৈরির উদ্যোগ নিয়েছি। এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানাই।


বিজ্ঞাপন


সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, আমরা দাবি করছি, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘণ্য অপরাধ করার সাহস না পায়। দোষীদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর