রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ইবি ছাত্রদলের গণ-ইফতার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই সহস্রাধিক শিক্ষার্থী নিয়ে ছাত্রদলের উদ্যোগে কুরআন তিলাওয়াত ও গণ-ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি। 


বিজ্ঞাপন


এর আগে সংগঠনটির নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে গিয়ে শিক্ষার্থীদের মাঝে টোকেন পৌঁছে দেয়। পরে আজ বিকেলে ছেলেদের জন্য ক্রিকেট মাঠে এবং মেয়েদের জন্য খালেদা জিয়া হলের সামনে ইফতার বিতরণ করে। 

ইফতারের পাশাপাশি কুরআন তিলাওয়াতের আয়োজন করা হয়। এ সময় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, আনসার, ভ্যানচালক ও দোকানিসহ প্রায় ২২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

ইফতার ও কুরআন তিলাওয়াত অনুষ্ঠানে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন - বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আবম সিদ্দিকুর রহমান আশ্রাফী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, অধ্যাপক ড. মতিনুর রহমান, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং অধ্যাপক ড. রাশেদুজ্জামানসহ বিএনপি পন্থী শিক্ষক-কর্মকর্তারা।

এছাড়াও যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সৌরভ, উল্লাস, মুক্তাদির, সাক্ষরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য সচিব মাসুদ রুমী মিথুন।


বিজ্ঞাপন


ছাত্রদলের এমন উদ্যোগের প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে এটা খুবই প্রশংসনীয় আয়োজন। এর আগে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে গণ-ইফতার আয়োজন করেছে। আজকে ছাত্রদল কুরআন তিলাওয়াত ও গণ-ইফতারি করিয়েছে। ছাত্রসংগঠনগুলোর মাঝে এমন ভালো কাজের প্রতিযোগিতা হওয়া উচিত। তাহলে শিক্ষার্থীরা রাজনীতিমুখী হবে। এছাড়া এসব কাজের মাধ্যমে সংগঠনগুলো শিক্ষার্থীদের কাছে তাদের পজিটিভিটি তুলে ধরতে পারবে। আমার কাছে আজকের এই আয়োজন সত্যিই খুব ভালো লাগছে। বিশেষ করে ছাত্রদল আগেই আমাদের রুমে এসে ইফতারের জন্য টোকেন দিয়ে গেছে। আমাদের আলাদা করে কষ্ট করতে হয়নি। ছাত্রদলকে এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই।

শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ বলেন, ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের পাশে থাকবে। আমরা শিক্ষার্থীদের নিয়েই ক্যাম্পাসে পজিটিভ কাজ করতে চাই। আমরা পূর্বের স্বৈরাচার সরকারের কারণে ক্যাম্পাসে সুষ্ঠু রাজনৈতিক কার্যক্রম করতে পারতাম না। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আমরা ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সুন্দরভাবে করছি। ভবিষ্যতে আমরা এই ধরনের সুন্দর সুন্দর কাজ চালিয়ে যেতে চাই।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইবি ছাত্রদলের এমন আয়োজনকে সাধুবাদ জানাই। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে কাজ করুক তারা, এটাই প্রত্যাশা করছি।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর