রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

আরাকান আর্মির কাছে আটক ২৬ জেলেকে ফেরত আনল বিজিবি

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মি (এএ) এর কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৫টায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে জেলেদের ফেরত আনা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবির অধিনায়ক বলেন, নাফ নদ থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার বিকালে ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।

ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে, পরে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

এর আগে, ফেরত আসা জেলেরা মার্চে বিভিন্ন সময়ে মাছ শিকারে গিয়ে আটক হয়েছিল। ফেরত আসাদের মধ্যে কয়েকজন বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গাও রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ফেরত আসা জেলে আব্দুল আজিজ বলেন, মিয়ানমারের আরকান আর্মি বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ বাড়াতে আমাদের ধরে নিয়ে যায়। জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় মিয়ানমারের এই বিদ্রোহী গোষ্ঠী।


বিজ্ঞাপন


ফেরত আসা জেলে আব্দুল্লাহ বলেন, দশ দিন পর নিজ দেশে ফিরতে পেরে খুব ভালো লাগছে। সেই দেশে মিয়ানমারে অর্ধশতাধিক জেলে রয়েছে। মূলত নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। তখন তারা আমাদের বলে, অবৈধভাবে আমাদের জলসীমায় মাছ শিকারের অপরাধের আপনাদের ধরে নিয়ে গিয়েছিল।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিজিবির প্রচেষ্টায় মাছ শিকারে যাওয়া আটক ২৬ জেলেকে ফেরত আনা হয়েছে।

বাকিদেরও ফেরত আনার প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এমএইচটি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন