রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

ডিবি হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টা পর হাসপাতালে মৃত্যু 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ১১:৩২ পিএম

শেয়ার করুন:

loading/img
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

গ্রেফতার হয়ে ডিবির পুলিশের হেফাজতে থাকার কয়েক ঘণ্টা পর হাসপাতালে মারা গেছেন হেজাজ বিন আলম ওরফে ফাহিম আহমেদ নামে এক ব্যক্তি। শনিবার ইফতারির সময় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৬০১ নম্বর বেডে ভর্তি করা হয়েছিল তাকে।


বিজ্ঞাপন


হেজাজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এসআই মাহফুজ। এছাড়া অন্য কোনো কথা বলতে রাজি হননি তিনি।

হেজাজের বাবা শাহ আলম জানান, জামিনে থাকার পরেও গতকাল রাতে ডিবি পুলিশ ফাহিমকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে শনিবার সকালে ঢাকা মেডিকেলে ভর্তি করায়। মৃত্যুর পর মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে নিয়ে যাওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ইমনের ঘনিষ্ঠ সহযোগী সন্ত্রাসী হেজাজকে ১০ মার্চ সেনাবাহিনী হাতে গ্রেফতার হন। পরে তাকে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে আইনি প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়। এজাজকে জুলাই আগস্ট আন্দোলনের ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করা হয়। পরে এজাজকে মোহাম্মদপুর থানা পুলিশ কোনো হত্যা মামলায় না দেখিয়ে ডাকাতির মামলায় গ্রেফতার দেখায়। পরে ঢাকার সিএমএম আদালত তাকে জামিন দেয়।

এজাজের পরিবারের দাবি, গতকাল ডিবি তাকে গ্রেফতার করে। ডিবি হেফাজতে অসুস্থ হওয়ার পর এজাজকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করছে পরিবার৷


বিজ্ঞাপন


এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন