রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, নাটোর 
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

loading/img

নাটোরের বড়াইগ্রামে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে (১৭) ধর্ষণের অভিযোগে করা মামলায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শনিবার (১৫ মার্চ) সকালে তরুণীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। 


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার নগর ইউনিয়নের মশিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন - উপজেলার মশিন্দা গ্রামের বাসিন্দা কামরুল ইসলাম (৪০) ও একই গ্রামের মনির হোসেন (৩২)। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মনির হোসেন ফোনে ওই তরুণীকে ডেকে পাশের আম বাগানে নিয়ে যান। এ সময় মনির হোসেন তাকে শ্লীলতাহানি করেন। এরপর অভিযুক্ত আসামি কামরুল ইসলাম তাকে ধর্ষণ করেন। পরের দিন ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মনির ও কামরুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় সকালে ওই তরুণীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন