রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বিধবা নারীকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫, ০৮:১৪ পিএম

শেয়ার করুন:

loading/img

নোয়াখালীর হাতিয়ার তমরোদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে খতিজা খাতুন নামের এক অসহায় বিধবাকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। 

এ বিষয়ে থানায় অভিযোগ দিলে শুক্রবার (১৪ মার্চ) রাতে আবার তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা। 


বিজ্ঞাপন


ভুক্তভোগী নারী হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বিধবা খতিজা খাতুন তমরোদ্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ক্ষিরোদিয়া গ্রামের মৃত নুর ইসলামের স্ত্রী।  

হাতিয়া থানায় দায়ের করা অভিযোগে এ বিধবা নারী উল্লেখ করেন, গতকাল বিকেলে বাড়ির পাশে ছোট-ছোট ছেলেরা ফুটবল খেলার সময় একজন ভুক্তভোগীর নাতির গায়ে বল মারে। নাতির চিৎকার শুনে দাদি দৌড়ে এসে ছেলেদেরকে ডাক দিলে তাদের গার্ডিয়ানরা লাঠিসোঁটা এনে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ সময় তার নাতি ও পুত্রবধূকেও বেধড়ক মারধর করে তারা। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হাতিয়া থানায় অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্তরা হলেন - তমরোদ্দি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড ক্ষিরোদিয়া গ্রামের দুলাল উদ্দিনের ছেলে কামাল উদ্দিন এবং কামাল উদ্দিনের স্ত্রী নাজমা ও তার ছেলে মিয়া।  


বিজ্ঞাপন


স্থানীয়দের থেকে জানা যায়, থানায় অভিযোগ দায়েরের খবর পেয়ে প্রতিপক্ষরা শুক্রবার রাতে বিধবার ঘরে ঢুকে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে অন্যান্য প্রতিবেশীরা ভুক্তভোগী নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করান।  

 এ বিষয়ে স্থানীয় পল্লি চিকিৎসক আলী আফছার রাজু জানান, এ অসহায় বিধবা নারীর পরিবারে দায়িত্বশীল কেউ না থাকায় - তিনিসহ অন্যান্যরা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, বিধবাকে পিটিয়ে জখম করার অভিযোগ পেয়েছি। রাতের বেলা আবার তাকে কুপিয়ে আহত করার এজাহার পেলে মামলা রুজু হবে এবং আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন