পাঁচ আগস্টের আগে ছাত্রদলের কোনো কার্যক্রম না থাকলেও স্বৈরাচার হাসিনার পতনের পরবর্তী সময়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হন অনেকেই। ছাত্রদলের কার্যক্রমকে গতিশীল কারার অংশ হিসেবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রথম কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৬-২৭ বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টায় ছাত্রদলের অফিসিয়াল ফেসবুক পেজে কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আংশিক এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দফতরে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
৫৪ সদস্য বিশিষ্ট কমিটিতে একজন সিনিয়র সহ-সভাপতি সহ ১৯ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম- সাধারণ সম্পাদক, ২৫ জন যুগ্ম- সাধারণ সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদক, একজন সহ-সাংগঠনিক সম্পাদক, একজন দফতর সম্পাদক ও একজন সহ-দফতর সম্পাদক এবং একজন প্রচার সম্পাদক ও একজন সহ- প্রচার সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাহমুদুল হাসান রাকিব, সহ-সভাপতি হিসেবে মো. আব্দুর রাজ্জাক, জহিরুল ইসলাম, তামজিদ হোসেন, মোছা. শাম্মী আক্তার, রিনেট আলী, তানভীর আহমেদ, রাসেল রায়হান, রুবেল মণ্ডল, জেম ইয়াসিন অরিন, শাহীন আলম, শেখ মেহেদি হাসান সাকিব, খলিল আহম্মেদ, সোহাগ মধু, রাজিব আহম্মেদ, সবুজ হোসেন, আলাউল হক, শফিকুল আলম, আনোয়ার হোসেন রহিম উল্লাহ বাদশা নির্বাচিত হয়েছেন।
বিজ্ঞাপন
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মো. শফিকুল ইসলাম, ইনজামাম রাশু, মো. শফিকুল ইসলাম, জাকারিয়া মাহামুদ শিপলু, নুর জামাল, শান্ত চৌধুরি, মো. তৌফিক রহমান আকাশ, মো. শাহাজান ইসলাম, মো. সাইদুল্লাহ, মোহাইমিনুর রহমান প্রিন্স, রাকিব হোসাইন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে সদস্যদের ভোটে নির্বাচিত হয়েছেন মো. ফারুক খন্দকার, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মুস্তাকিম হোসাইন, দফতর সম্পাদক হিসেবে তকী ইয়াসির (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা), সহ-দফতর সম্পাদক হিসেবে নাহিদ রাব্বি, প্রচার সম্পাদক হিসেবে নাহিদুর রহমান সাকিব (যুগ্ম-সাধারণ সম্পাদক পদমর্যাদা) এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে শাফিউল ইসলাম শামিম নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি দুর্জয় শুভ বলেন, সর্বপ্রথম মহান রাব্বুল আলামিনের দরবারে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের অধিকার ও চাওয়া-পাওয়া নিয়ে কাজ করতে চাই। সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চাই। সবার কাছে দোয়া ও সহযোগিতা চাই এবং অসংখ্য ধন্যবাদ আমার প্রাণ প্রিয় ভাই আমাদের তৌহিদুর রহমান তাজ ভাই এবং আমাদের ছাত্রদলের অভিভাবক রাকিবুল ইসলাম রাকিব ভাইকে। সর্বোপরি, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জাতির সেবক হিসেবে নিজেকে অগ্রভাগে দাড় করাব এই ব্রত নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি দিনব্যাপী নির্বাচনের মাধ্যমে ২৪৫ জন সদস্যের প্রত্যক্ষ ভোটে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সভাপতি হিসেবে দুর্জয় শুভ নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক হিসেবে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
প্রতিনিধি/এসএস