রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

মারা গেছেন গ্যাস বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ

জেলা প্রতিনিধি, চাঁদপুর 
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৫, ১০:৫৫ পিএম

শেয়ার করুন:

loading/img

চাঁদপুর শহরের কোড়ালিয়ায় লাইনের গ্যাসের চুলা থেকে বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ছয়জনের মধ্যে গৃহবধূ খাদিজা আক্তার (৩২) পাঁচ দিন চিকিৎসারত অবস্থায় থেকে মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


বিজ্ঞাপন


খাদিজার মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন স্বামী ইমাম হোসেন সরদারের ফুফাত ভাই মাহমুদুল হাসান জীবন।

তিনি বলেন, গত ৯ মার্চ সেহরির সময় শহরের কোড়ালিয়া এলাকায় আমার মামার বাড়িতে গ্যাস লাইন থেকে বিস্ফোরণে  পরিবারের ছয়জন দগ্ধ হন। পর্যায়ক্রমে সবাইকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হয়। সেখানে আহতদের মধ্যে মামাতো ভাই ইমাম হোসেনের স্ত্রী খাদিজার অবস্থা বেশি খারাপ ছিল। মূলত গ্যাসের চুলা তিনি জ্বালাতে গিয়েছিলেন। পাঁচ দিন চিকিৎসাধীন থেকে তিনি মারা যান। তার মৃত্যুতে পরিবারের অন্য সদস্যরা আরও অসুস্থ হয়ে পড়েছেন।

এদিকে এই ঘটনায় গত ৯ মার্চ অগ্নিদগ্ধ হন - আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন সরদার (৪০), বড় ছেলের স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেজো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। বর্তমানে ওই হাসপাতালে পাঁচজন চিকিৎসাধীন আছেন।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর