গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার (১১ মার্চ) সকালে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে মালিক কর্তৃপক্ষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্পাঞ্চল -২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।
বিজ্ঞাপন
ঢাকা মেইলকে তিনি বলেন, বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে ও শ্রমিক মারধরের প্রতিবাদে মৌচাক এলাকায় শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এর জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আশেপাশের অন্তত ১০টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানা এলাকায় নিজস্ব নিরাপত্তা কর্মী মোতায়েন ছাড়াও আনসার ও অতিরিক্ত পুলিশ কাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানায়, কারখানায় ভাঙচুর ও শ্রমিকদের ওপর হামলা হতে পারে এমন আশঙ্কায় গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় কোস্ট টু কোস্ট, নাওজোড় এলাকায় দিগন্ত সোয়েটার, ইসলামপুর চায়না কারখানাসহ আশেপাশের কারখানায় আজকের জন্য ছুটি দেওয়া হয়।
এদিন সকাল সাতটার দিকে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় মহাসড়ক অবরোধ করেন বি এইচ আই এস (B.H.I.S) অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। পরে বেলা ১১ টার দিকে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপ শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। ফলে মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে দীর্ঘ সময় মহাসড়কে বন্ধ থাকায় ধীর গতিতে চলছে যান। এটি স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরে মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।
তিনি জানান, সকাল থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় শ্রমিকরা বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছিল। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়। বেলা ১১টার দিকে তারা মহাসড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল শুরু হয়।
অপরদিকে, শ্রমিক মারধরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের মৌচাকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সাড়ে ১০টায় অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, সকাল ১০টার পর মহাসড়ক স্বাভাবিক হয়েছে। শ্রমিককে মারধরের ঘটনায় তারা মহাসড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গেলে তারা রাস্তা ছেড়ে চলে যান।
প্রতিনিধি/ইএ