শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাজীপুরে চার ঘণ্টা পর মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

loading/img

চার ঘণ্টা পর গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়লেন বকেয়া-বেতনের দাবিতে আন্দোলন করতে থাকা পোশাকশ্রমিকরা।

যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে কথা বলার পর মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে তারা মহাসড়ক থেকে সরে যান।


বিজ্ঞাপন


এর আগে সকাল ৭টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় হাসড়কের উভয় পাশে অবরোধ সৃষ্টি করেন বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, যৌথবাহিনী শ্রমিকদের সঙ্গে কথা বলে বোঝানোর পর তারা সড়ক থেকে সরে গেছে। তারা সরে যাওয়ার পরেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের টঙ্গীতে বিএসআইএস অ্যাপারেলস নামের কারখানায় গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন গতকাল (১০ মার্চ) সোমবার দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত তারিখে বেতন পরিশোধ না করেনি। বিকেলে মালিকপক্ষ কোনো সিদ্ধান্ত না নিয়েই গোপনে কারখানা ত্যাগ করলে শ্রমিকরাও বাসায় ফিরে যান। তবে মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা কারখানার প্রধান ফটকে ‘অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ’ লিখিত নোটিশ দেখতে পান। এতে তারা ক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

Screenshot_2025-03-11_121554


বিজ্ঞাপন


সকাল থেকে কয়েক ঘণ্টা ধরে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন ওই মহাসড়কে চলাচলকারীরা। 

এদিকে শ্রমিক মারধরের ঘটনায় প্রতিবাদে একই দিন সকালে গাজীপুরের মৌচাকের আরেকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে সকাল ১০টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিলে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

ইএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন