রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি নেতা তানভীর বহিষ্কার

উপজেলা প্রতিনিধি, হাতিয়া
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৫, ০৮:৪৫ পিএম

শেয়ার করুন:

loading/img

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাতিয়া উপজেলার তমরোদ্দি ইউনিয়ন বিএনপি সভাপতি তানভীর হায়দার তান্নাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিএনপির প্রাথমিক সদস্যপদ থেকেও অব্যাহতি প্রদান করা হয়েছে।

শুক্রবার(৭ মার্চ) বিকেলে নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তানবীর হায়দার তান্নাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

স্থানীয় একাধিক সূত্র থেকে জানা যায়, তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ তানভীর হায়দার তান্নার বিরুদ্ধে তমরোদ্দি লঞ্চ ঘাট দখলের চেষ্টা, ঘাট বানিজ্য, সাংবাদিক-প্রশাসনের নাম করে বিভিন্ন ব্রীকফিলড থেকে ১৮ লাখ পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে তা আত্মসাৎ সহ স্থানীয়ভাবে নানান অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ইলেকট্রনিক মিডিয়াসহ বিভিন্ন  জাতীয় এবং স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

এসব অভিযোগের ভিত্তিতেই তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা যায়। 

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন