ফেনী পৌর হকার্স মার্কেট, তাকিয়া রোড ও পাঁচগাছিয়া বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদফতর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
বিজ্ঞাপন
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সূত্র জানায়, অভিযানে ময়লাযুক্ত বেশন বিক্রি করায় পৌর হকার্স মার্কেট এলাকার মেসার্স গিল্লাবাড়িয়া ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে মসলা প্রস্তুত করায় তাকিয়া রোড এলাকার মেসার্স ছায়দুল হক মসলার মিলকে ৩০ হাজার টাকা, মেয়াদহীন সেমাই বিক্রির উদ্দেশ্যে মজুদ করায় পাঁচগাছিয়া এলাকার মেসার্স এ ডি ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকাসহ মোট তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
এসময় জেলা বিশেষ টাস্কফোর্স টিমের সদস্যরাও অংশগ্রহণ করেন। অভিযানে উপস্থিত ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিধান সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ফেনীর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, পবিত্র রমজানকে উপলক্ষ্য করে ইফতারি সামগ্রী, শসা, লেবু, মাছ, মাংস, ভোজ্যতেল ও নিত্যপণ্যের ওপর এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। পণ্য ক্রয়ের ভাউচার ও বিক্রয়ের তথ্য যাচাই করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/ এজে