রোববার, ১৬ মার্চ, ২০২৫, ঢাকা

নওগাঁয় হেরোইনসহ মাদক কারবারি আটক

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ০১ মার্চ ২০২৫, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

নওগাঁর মান্দায় হেরোইনসহ পাইলট (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।

শনিবার (শুক্রবার) রাতে উপজেলার দেলুয়াবাড়ি হাট এলাকা নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 


বিজ্ঞাপন


আটক পাইলট মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি গ্রামের আব্দুল মজিদ হোসেনের ছেলে।

আরও পড়ুন

নওগাঁয় ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান জানান, গ্রেফতার পাইলট একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মান্দা থানায় মাদক, মার্ডার এবং চাঁদাবাজিসহ ৮টি মামলা রয়েছে। রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার রুম থেকে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতারের পর তার বিরুদ্ধে মান্দায় থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হবে তাকে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর