সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

চাঁপাইনবাবগঞ্জে অবৈধ তিন ইটভাটায় অভিযান, ৬ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

সারাদেশে সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশেই আজ সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদফতর।

thumbnail_IMG_20250225_154241


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বারঘোরিয়ার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন, নবাব ও হিনো ইটভাটা ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে প্রত্যেক ভাটা মালিককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় র‌্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

দিনাজপুরে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৩

পরিবেশ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ জানান, পুরো জেলার অবৈধ ইটভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে।

thumbnail_IMG_20250225_154314


বিজ্ঞাপন


সংশ্লিষ্টদের তথ্যমতে,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১১৩টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ২০টি ইটভাটার পরিবেশগত লাইসেন্স রয়েছে, আর ৯৩টি চলছে অবৈধভাবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন