সারাদেশে সব অবৈধ ইটভাটা চার সপ্তাহের মধ্যে গুঁড়িয়ে দিতে নির্দেশ দেন হাইকোর্ট। এই নির্দেশেই আজ সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে পরিবেশ অধিদফতর।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বারঘোরিয়ার কয়েকটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়। এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় লায়ন, নবাব ও হিনো ইটভাটা ভেঙে দেওয়া হয়। সেই সঙ্গে প্রত্যেক ভাটা মালিককে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় র্যাব পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদফতরের চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আবু সাঈদ জানান, পুরো জেলার অবৈধ ইটভাটায় নিয়মিত অভিযান চলমান থাকবে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের তথ্যমতে,চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ১১৩টি ইটভাটা রয়েছে। এরমধ্যে ২০টি ইটভাটার পরিবেশগত লাইসেন্স রয়েছে, আর ৯৩টি চলছে অবৈধভাবে।
প্রতিনিধি/এসএস