সারাদেশে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে দিনাজপুর জেলার বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনাজপুরের ডিআই ওয়ান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
গ্রেফতার ব্যক্তিরা হলেন- দিনাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সমর্থক ও মো. মায়নুল ইসলামের ছেলে মো. গালিব হাসান রাকিব, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সদস্য ও মো. ফারুক হোসেনের ছেলে মো. জোবায়ের হোসেন, ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়ারী ইউনিয়নের যুবলীগ সভাপতি ও মৃত ওয়াদুল হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম। এদের সবার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে এগারো মামলায় ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৪৪০ ইয়াবা, ১ গ্রাম হেরোইন, ১৩০ বোতল ফেনসিডিল, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৩৬৯ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।
এছাড়াও বিশেষ অভিযানের অংশ হিসেবে ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশ।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস