ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এবং জনগণ তা গ্রহণ করবে না। তিনি তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই উল্লেখ করে নির্বাচন আয়োজনের আগে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাঙামাটি শহরের পৌরসভা চত্বরে অনুষ্ঠিত একটি গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
বিজ্ঞাপন
বক্তব্যে মুফতি ফয়জুল করীম আরো বলেন, ‘আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। যদি এমন নির্বাচন হয়, তাহলে সংসদে জাতীয় সরকার গঠন করা সম্ভব হবে এবং প্রতিটি মানুষের প্রতিনিধিত্ব থাকবে। বিএনপিও জাতীয় সরকার চায়, আর জাতীয় সরকারের জন্য সবচেয়ে উপযুক্ত পদ্ধতি হলো পিআর সিস্টেম নির্বাচন। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করছি, পিআর সিস্টেমে নির্বাচন আয়োজন করার জন্য।’
পার্বত্য শান্তিচুক্তি নিয়ে তিনি বলেন, এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল। একই সঙ্গে পার্বত্য অঞ্চলে বিদ্যমান সব কোটা বাতিলের দাবি জানিয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সকল নিয়োগ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।
পাহাড়ে সবার ভূমি বসবাসের অধিকার দাবি করে তিনি বলেন, ‘এখানে বাঙালি-পাহাড়ি কোনো ভেদাভেদ থাকবে না। পাহাড়ের নিরাপত্তা বাড়ানোর জন্য সীমান্তে সড়ক নির্মাণ দ্রুত শেষ করতে হবে। আমাদের দেশের এক ইঞ্চি জমিও কাউকে দখল করতে দেব না। দখল করতে চাইলে আমরা তা রক্ত দিয়ে প্রতিহত করব।’
মুফতি ফয়জুল করীম বলেন, ইসলামী সরকার ক্ষমতায় এলে দেশ সাম্য ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত হবে। ইসলামী অর্থনীতি গরিবদের জন্য, এবং যে পরিমাণ টাকা লুট করা হয়েছে, তা গরিবদের মধ্যে বিতরণ করা হলে দেশের কোনো গরিব মানুষ থাকতো না। তিনি আরও দাবি করেন, ‘প্রতিটি শিশু দেড় লাখ টাকা ঋণের বোঝা নিয়ে জন্মগ্রহণ করছে।’
বিজ্ঞাপন
গণসমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি শাখার সভাপতি মুহাম্মদ জসিম উদ্দীন। এ ছাড়া আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জান্নাতুল ইসলাম, মাওলানা আরিফ মেহের উদ্দিন, মো. শরিফুল আলম চৌধুরী প্রমুখ।
প্রতিনিধি/একেবি