জামালপুরের দেওয়ানগঞ্জ সানন্দবাড়ী বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে মেশিনারিজ, স্যানিটেশন মালামাল ও নগদ অর্থসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) দুপুরের দিকে বাজারের মেইন রোডে বকুল মেশিনারিজের দোকানে এই ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে সানন্দবাড়ী বাজারের বকুল মেশিনারিজের দোকানের পেছনের দিকে আগুন লাগে। এতে ভবনটির প্রথম ও দ্বিতীয় তলার কয়েকটি ইউনিটে আগুন ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যে বকুল মেশিনারিজের দোকানের সব মালামাল পুড়ে যায় এবং ওই ভবনে রাখা স্যানিটেশন ও প্লাস্টিকের তৈজসপত্রও পুড়ে যায়।
খবর পেয়ে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলার ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার আগেই ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামাল পুড়ে যায়। ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বকুল মিয়া জানান, আগুন লাগার প্রথম পর্যায়ে বোঝা যায়নি। যখন বুঝতে পারেন তখন আগুনের দাপট পর্যাপ্ত। যা স্বাভবিকভাবে নেভানো সম্ভব নয়। অগ্নিকাণ্ডে তার প্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দোকানটাই তার সম্বল ছিল। এখন তিনি নিঃস্ব-অসহায়।
বিজ্ঞাপন
চর আমখাওয়া ইউপির চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জানান, দেওয়ানগঞ্জ সদর ফায়ার সার্ভিস সানন্দবাড়ী থেকে ৩০ কিলোমিটার দূরে। রাস্তাঘাট ভাঙাচোরা। তাই এই এলাকাতে আগুনের ঘটনা ঘটলে দূরত্বের কারণে সময়মতো ফায়ার সার্ভিসের গাড়ি আসতে পারে না। সে দিক বিবেচনায় সানন্দবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রয়োজন।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মবিন খান বলেন, সানন্দবাড়ী বাজারে অগ্নিকাণ্ডের বিষয়ে আমাদের কাছে কোনো খবর আসেনি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।
প্রতিনিধি/জেবি