রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

মির্জাগঞ্জে আইনজীবীকে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৯ এএম

শেয়ার করুন:

loading/img

পটুয়াখালীর মির্জাগঞ্জে পনু শরীফ রিয়াদ (৩৬) নামে এক আইনজীবীকে কুপিয়ে জখম করার ঘটনায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেন মির্জাগঞ্জ থানা পুলিশ।

রোববার (১৭ নভেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। আটক আসামি উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালি গ্রামের গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে সাব্বির রহমান রিপন (৩০)। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।


বিজ্ঞাপন


আহত রিয়াদ একই নাজেম আলী শরীফের ছেলে ও পটুয়াখালী জজ কোর্টের একজন আইনজীবী। হামলার ঘটনায় শনিবার রাতে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন আইনজীবী রিয়াদ।

মামলা এজাহার থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে শাহ্জাহান হাওলাদারদের সঙ্গে জমি নিয়ে আইনজীবী রিয়াদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে পূর্বপরিকল্পিতভাবে ঘটনার দিন শনিবার সকালে ঘটনাস্থলে রিয়াদকে একা পেয়ে শাহজাহান হাওলাদার ও তার দুই ছেলে রিপন ও লিটন দা, বাশের লাঠি, লোহার রড, কাচিসহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রিয়াদকে জখম করে। এসময় তার সঙ্গে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। ডাক-চিৎকার শুনে উদ্ধারের জন্য তার ভাইয়ের বউ ছুটে আসলে তাকেও লাঞ্ছিত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মো. শামীম হাওলাদার ঢাকা মেইলকে জানান, একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন