রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফকিরহাটে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, মা-ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১২:৪৪ পিএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের ফকিরহাট মডেল থানায় কলেজছাত্রী (১৭) অপহরণ মামলার অভিযুক্ত মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার লখপুর এলাকার লেলিন তালুকদারের স্ত্রী ডলি বেগম (৪৫) ও তার ছেলে প্রিন্স তালুকদার (২০)।


বিজ্ঞাপন


তাদের শনিবার (৯ নভেম্বর) রাতে খুলনাস্থ ফুলবাড়ী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম জানান, গত ৮ অক্টোবর সকালে বাড়ি থেকে ওই কিশোরী কলেজে যাওয়ার পথে অভিযুক্ত আসামিরা টাউন-নওয়াপাড়া এলাকা থেকে সুকৌশলে তাকে অপহরণ করে নিয়ে যায়।

আরও পড়ুন

শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ নারী আটক

এ ঘটনায় গত ১২ অক্টোবর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ফকিরহাট মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলার দুজন অভিযুক্ত আসামি মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে এবং অপহৃতাকেও উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, কলেজছাত্রী অপহরণ মামলায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। গ্রেফতার আসামিদের রোববার (১০ নভেম্বর) সকালে আদালতে সোর্পদ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর