সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ঢাকা

প্রেমিকের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর নদীতে ঝাঁপ

জেলা প্রতিনিধি, জামালপুর
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

প্রেমিকের ওপর অভিমান করে এসএসসি পরীক্ষার্থীর নদীতে ঝাঁপ

জামালপুরের সরিষাবাড়ীতে প্রেমিকের ওপর অভিমান করে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন অন্তরা আক্তার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা প্রেমিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী অন্তরা আক্তার সালমা খাতুন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। অভিযুক্ত সিফাত হোসেন একই এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য লাভলু মিয়ার ছেলে।


বিজ্ঞাপন


রোববার (১৩ এপ্রিল) সকালে সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (১২ এপ্রিল) বিকেলে সিফাত হোসেন নামে প্রেমিকের সঙ্গে অভিমান করে পৌরসভার ঝালুপাড়া ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দেয় ওই তরুণী। পরে স্থানীয়রা তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরও পড়ুন

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, স্বামীর আত্মহত্যা

তরুণীর বাবা দুদু মিয়া বলেন, আমার মেয়ে চলমান এসএসসি পরীক্ষার্থী। সে একটি পরীক্ষা দিয়েছে এবং পরবর্তী পরীক্ষার জন্য শনিবার সকাল সাড়ে ১১টায় তার বান্ধবীর কাছে সাজেশন আনতে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দুপুর গড়িয়ে গেলেও সে বাড়িতে আসেনি। পরে আমরা তাকে খোঁজাখুঁজি করছিলাম। বিকেল সাড়ে ৫টায় নিপ্পন নামে একজন ব্যক্তি বাসায় এসে বলেন আমার মেয়ে হাসপাতালে ভর্তি। পরে আমরা দ্রুত হাসপাতালে যায়।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি, সিফাত নামে একটি ছেলে আমার মেয়ের সঙ্গে প্রেমের নামে প্রতারণা করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমি এ অন্যায়ের বিচার চাই।

সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর