শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

র‍্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে প্রতারণা, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১১:২২ এএম

শেয়ার করুন:

loading/img

র‍্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলা, তাদের স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে শিহাব হোসেন সাগর (২১) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডিজিটাল সরঞ্জাম জব্দ করা হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রোববার (১৩ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে— ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, ৩টি সিমকার্ড, ৩২ ও ২ জিবির ২টি মেমোরি কার্ড, একটি সিপিইউ, একটি হার্ড ডিক্স, একটি এসএসডি কার্ড, একটি রামদা, ৪টি হাতলযুক্ত চাকু, একটি চাপাতি, একটি ছোড়া এবং ২টি বার্মিজ চাকু।

তিনি আরও জানান, সাগর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি তাদের বিশ্বাস অর্জন করে ঘনিষ্ঠতা তৈরি করতেন এবং ভিডিও ধারণ করতেন। এসব ভিডিও ব্যবহার করে সাগর ভিকটিমদের ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক স্থাপনসহ নানাবিধ অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে মামলা দিয়ে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর