মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

শিশু মুনতাহার মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৪, ১২:০৯ পিএম

শেয়ার করুন:

loading/img
শিশু মুনতাহা আক্তার জেরিন (ফাইল ছবি)

নিখোঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটে বাড়ির পাশের একটি খাল থেকে ৬ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করেছে সিলেট জেলা পুলিশ। এ ঘটনায় ৩ নারীকে আটক করা হয়েছে।

রোববার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। 


বিজ্ঞাপন


এই ঘটনায় অভিযুক্ত হিসেবে শামিমা বেগম (মার্জিয়া), তার মা আলিফজান বেগম ও নানী কুতুবজান বেগমকে আটক করা হয়েছে। তারা কানাইঘাটের বাসিন্দা ও শিশু মুনতাহার প্রতিবেশী।

আরও পড়ুন

বেঁচে নেই শিশু মুনতাহা, বাড়ির পাশের পুকুরে মিলল নিথর দেহ

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৩টার দিকে এক মহিলা মুনতাহার বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহ উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সম্ভবত কোনো পুকুরে ফেলে দেওয়ার জন্য এই মরদেহটি তোলা হচ্ছিল। তখন স্থানীয় লোকজন বিষয়টি দেখে ফেলে। আমরা আগে থেকে এলাকার কিছু মানুষকে বলে রেখেছিলাম পাহারা দেওয়ার জন্য। সে অনুযায়ী লোকজন পাহারায় ছিল। জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছি। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।

উল্লেখ্য, মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর সকালে বাবার সঙ্গে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরে শিশু মুনতাহা। দুপুরের দিকে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। কিন্তু বিকেলে বাড়ি না ফিরলে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তাকে পায়নি।


বিজ্ঞাপন


এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর