সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরা সীমান্ত থেকে ৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ০২:০৪ পিএম

শেয়ার করুন:

loading/img

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্ত থেকে ছয় স্বর্ণের বারসহ রাশেদুল ইসলাম (২৪) নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

শনিবার (৯ নভেম্বর) সকালে কালারোয়া সীমান্তের গোয়ালচত্বর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক গ্রেফতার

আটক রাশেদুল ইসলাম কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের আনিছ জামানের ছেলে। তার কাছ থেকে ১ কেজি ১০৮ গ্রাম ওজনের স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি।

IMG-20241109-WA0018

শনিবার (৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক মো. হরমুজের নেতৃত্বে একটি দল গোয়ালচত্বর বাজার এলাকায় অবস্থান নেয়। এসময় ভ্যানযোগে সীমান্ত এলাকায় যাওয়ার সময় মো. রাশেদুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তাকে তল্লাশি করে কোমরে গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ৬ স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার ১৮৬ টাকা। 


বিজ্ঞাপন


তিনি বলেন, আটক আসামিকে কলারোয়া থানায় সোপর্দ ও স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন