শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক

জেলা প্রতিনিধি, নেত্রকোনা 
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৪, ১২:২১ পিএম

শেয়ার করুন:

কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবক আটক

নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় মদসহ ৭ যুবককে আটক করেছে যৌথবাহিনী। 

আটক ব্যক্তিদের শনিবার (৯ নভেম্বর) সকালে পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তরিত হন। তাদের কাছ থেকে ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


এ ঘটনা ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায়, যখন কলমাকান্দা উপজেলার বাহাদুরকান্দা এলাকায় যৌথবাহিনী একটি চেকপোস্ট পরিচালনা করে। সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কে একটি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় অটোরিকশা থেকে ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মদসহ অটোরিকশায় থাকা ৭ যুবককে আটক করা হয়, যাদের মধ্যে রয়েছেন: উদয় (২৪), কানুন (২৬), বিশ্বজিৎ (২১), নিকাশ (২২), মোহাম্মদ পাভেল (২০), কালি পদ (৩৫), সাপ্ত চন্দ্র (২৩)।

পুলিশ জানায়, ওই যুবকরা সীমান্ত থেকে মদ সংগ্রহ করে নিজ এলাকায় নিয়ে যাচ্ছিল। আটক হওয়া ৭ যুবকের বিরুদ্ধে বাংলাদেশ মদদদাতা আইন (বিচেষ ক্ষমতা আইনে) মামলা দায়ের করা হয়েছে।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, আটক ব্যক্তিদের দুপুরে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর