বগুড়ায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) রাতে শহরের ফুলবাড়ি আজিজুল হক কলেজ মোড়ের পাশে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহতের নাম ইকবাল হোসেন জুয়েল (৬৩)। তিনি শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত ইয়াছিন আলীর ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আলমাস আলী সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, জুয়েল বিসিক এলাকা থেকে বাইসাইকেলে করে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যায়। তার পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এমইউ