বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ঢাকা

নানা আয়োজনে শেরপুরে বাংলা নববর্ষ উদযাপন

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৫, ০২:৫০ পিএম

শেয়ার করুন:

নানা আয়োজনে শেরপুরে বাংলা নববর্ষ উদযাপন

ভোরের প্রথম আলো ফোঁটার সঙ্গে সঙ্গে শেরপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে বর্ষবরণ। নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন সংগঠন।

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সকাল থেকেই শেরপুরের জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সেখান হতে বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।


বিজ্ঞাপন


শোভাযাত্রাটি উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

আনন্দ শোভাযাত্রায় পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজাসহ বিভিন্ন দফতরের কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

আরও পড়ুন

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী শোভাযাত্রা

এদিকে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে তিন দিনব্যাপী গ্রামীণ লোকজ মেলা উদ্বোধন করা হয়। মেলায় লোকজ আসবাবপত্র, কারুশিল্পের পোশাক, শিশুদের খেলনা ও বিভিন্ন খাবারের স্টল প্রদর্শন করা হয়েছে।


বিজ্ঞাপন


শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে নববর্ষের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে পুরস্কার বিতরণ করা হয়।

শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গ্রামীণ ঐতিহ্যবাহী পালকিসহ বাঙালির নানা ঢংয়ের পোশাক পরে এবং নানা রঙের ব্যানার-ফেস্টুন বহন করা হয়।

এদিকে জেলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, শেরপুর সরকারি মডেল কলেজসহ জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পহেলা বৈশাখের নানা অনুষ্ঠানমালা, খেলাধুলা ও গ্রামীণ মেলা আয়োজন করা হয়।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর