রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

গাংনীতে ১০ হাজার কৃষক বিনামূল্যে পেলেন বীজ ও সার

জেলা প্রতিনিধি, মেহেরপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

loading/img

মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর রবি মৌসুমে কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক পর্যায়ে ১০ হাজার ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, মসুর ও পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী সব কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।


বিজ্ঞাপন


গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।

আরও পড়ুন

পাবনায় জিংক ধানের বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ প্রদান

এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিঘা প্রতি একজন কৃষক উল্লেখিত পরিমাণ বীজ ও রাসায়নিক সার পাবেন। সেই মোতাবেক ৫ হাজার ৪০০ জন গম চাষিকে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।

১ হাজার ৩০০ জন ভুট্টা চাষিকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। ২ হাজার ৫০০ জন সরিষা চাষিকে ১ কেজি ভুট্টা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। ৭০০ জন মসুর চাষিকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। সেই সঙ্গে ১২০ জন পেঁয়াজ চাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।


বিজ্ঞাপন


এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন