মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থবছর রবি মৌসুমে কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রান্তিক পর্যায়ে ১০ হাজার ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে গম, ভুট্টা, সরিষা, মসুর ও পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে তালিকা অনুযায়ী সব কৃষককে এ প্রণোদনা দেওয়া হবে। এ উপলক্ষে মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য ও কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।
বিজ্ঞাপন
গাংনী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন।
এ প্রণোদনা কর্মসূচির আওতায় বিঘা প্রতি একজন কৃষক উল্লেখিত পরিমাণ বীজ ও রাসায়নিক সার পাবেন। সেই মোতাবেক ৫ হাজার ৪০০ জন গম চাষিকে ২০ কেজি গম বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।
১ হাজার ৩০০ জন ভুট্টা চাষিকে ২ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। ২ হাজার ৫০০ জন সরিষা চাষিকে ১ কেজি ভুট্টা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। ৭০০ জন মসুর চাষিকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়। সেই সঙ্গে ১২০ জন পেঁয়াজ চাষিকে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।
বিজ্ঞাপন
এসময় বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য, বীজ ও সার নিতে আসা বিভিন্ন এলাকা থেকে কৃষক কৃষাণীরাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস