সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

পিরোজপুরে মাছের বাজার গরম, ক্রেতাদের ক্ষোভ

জেলা প্রতিনিধি, পিরোজপুর
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

loading/img

সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পিরোজপুরে মাছের বাজারগুলোতে ইলিশমাছসহ অন্য বেশিরভাগ মাছের দাম অতিরিক্ত হওয়ায় ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এতে ক্রেতাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর জেলার ইন্দুরকানীর পাড়েরহাট বাজার ও ইন্দুরকানীর শহীদ আল্লামা সাঈদী সেতু টোলে এ দৃশ্য দেখা যায়। এছাড়াও জেলার বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে ইলিশসহ অন্য মাছের দাম অতিরিক্ত হওয়ার খবর পাওয়া গেছে।


বিজ্ঞাপন


জানা গেছে, প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমার শেষের দিকে (১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর) গভীর সমুদ্র থেকে নদীর মোহনায় এসে ডিম ছাড়ে মা ইলিশ। ইলিশের বাধাহীন প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এসময় নদী ও সাগরের মাছ শিকার, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছে মৎস্য অধিদফতর।

আরও পড়ুন

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ঝালকাঠির বাজারে বেড়েছে মাছের সরবরাহ

একাধিক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশে ইলিশ মাছসহ অন্য সব মাছ পাওয়া যায়। এসব মাছের দাম অতিরিক্ত হওয়ায় অধিকাংশ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। যার কারণে আমাদের পরিবারগুলোর সদস্যরা সঠিকভাবে মাছ খেতে পারছে না। কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, তারা মাছের দাম মাঝে মধ্যে কিছুটা কমায় এবং বেশিরভাগ সময় মাছের দাম অতিরিক্ত রাখে। সরকার এই দিকটায় নজর দিলে সিন্ডিকেট বন্ধ হলে সাধারণ মানুষরা মাছ কিনে খেতে পারতো।

IMG-20241105-WA0002


বিজ্ঞাপন


টগড়া গ্রামের মাছ ব্যবসায়ী মো. জাকির হোসেন বলেন, সরকার ২২ দিন মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছিল সে নিষেধাজ্ঞা গতকাল রোববার (৩ নভেম্বর) রাত ১২টায় শেষ হয়েছে। তারপর আমরা নদীতে মাছ শিকার করেছি। ২২ দিনের নিষেধাজ্ঞা থাকায় মাছের দাম বেশি হয়েছে। ৩ পিস ইলিশ মাছের কেজি ১ হাজার টাকা, ১ পিস ১ কেজির কম ১৪ শত টাকা, ১ পিস ১ কেজি ২ শত গ্রাম হলে ১ হাজার ৯ শত টাকায় বিক্রি হচ্ছে।

ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মোহাম্মদ আলী জানান, ইলিশ মাছের অতিরিক্ত দামের বিষয়ে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি। নির্দেশনা আসলে আইন অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন