বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ঝালকাঠির বাজারে বেড়েছে মাছের সরবরাহ

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

শেয়ার করুন:

loading/img

মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গত রাত থেকে সাগর ও নদীতে মাছ শিকারে নেমেছে জেলেরা। এর ফলে ঝালকাঠির বাজারে বেড়েছে ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ।

thumbnail_20241104_115544


বিজ্ঞাপন


সোমবার (৪ নভেম্বর) সকাল থেকেই স্থানীয় বাজারগুলোতে ইলিশের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় গেল সপ্তাহের তুলনায় অধিকাংশ মাছের দাম কিছুটা কমেছে।

thumbnail_20241104_115307

বাজারে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে  ৫৫০ টাকা কেজি দরে। মাঝারি সাইজের প্রতিকেজি ইলিশ বিক্রি হচ্ছে  ৭০০ টকা ও ১ কেজি সাইজের ইলিশ কিনতে পাওয়া যাচ্ছে ১ হজাজার ৩৫০ টাকা টাকা দরে। মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে, কাতল মাছ বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, পোয়া মাছ ৩০০ টকা, কই মাছ ২২০ টাকা, সিং মাছ ৪৫০ টাকা ও পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে।

465147641_401076163056813_7659210790739019274_n


বিজ্ঞাপন


বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বাজারে মাছের সরবরাহ বেড়ায় কিছুটা কম দামে মাছ বিক্রি করতে পারছেন তারা। কয়েকদিন পর ইলিশসহ সামুদ্রিক মাছের সরবরাহ আরও বাড়বে তখন দাম অনেকটাই কমে আসবে। আর ২২ দিন পর ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর