রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ইছামতি নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবি

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৪, ০৩:৪০ পিএম

শেয়ার করুন:

loading/img

ইছামতি নদী থেকে বৈধভাবে বালু উত্তোলনের দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরার দেবহাটা ও কালীগঞ্জ উপজেলার কয়েকশত বালু শ্রমিক।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বালু শ্রমিক নেতা ফারুক হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন মমিনুল হক কাজল, রজব আলী, আব্দুল গণি সরদার প্রমুখ।


বিজ্ঞাপন


আরও পড়ুন

৭২ ঘণ্টার মধ্যে উপাচার্য না পেলে সচিবালয় অভিমুখী লং মার্চের ঘোষণা

এসময় বক্তারা বলেন, নদী থেকে বালু উত্তোলন, বালু পরিবহনসহ বালুর ব্যবসা করে আমরা জীবিকা নির্বাহ করি। দেবহাটা ও কালিগঞ্জের প্রায় ১ লাখ মানুষ এই বালুর ব্যবসার ওপর নির্ভরশীল। সাতক্ষীরা বাইপাস সড়ক নির্মাণ, ইউনিয়ন পরিষদ, উপজেলার যাবতীয় উন্নয়নমূলক কাজ, বেড়ীবাঁধ নির্মাণ, সরকারি অবকাঠামো নির্মাণসহ সাতক্ষীরা জেলার রাস্তা তৈরিতে দেবহাটা ও কালিগঞ্জের ইছামতি নদীর বালু সরবরাহ করা হয়েছে।

thumbnail_20241029_110721

তবে ৬ মাস পূর্বে আকস্মিকভাবে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়। এতে প্রায় শতাধিক মানুষ সংকটে পড়েছে। তাছাড়া এলাকার গরিব ও অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়েছে। স্ত্রী-সন্তানদের খরচ চালাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। আমরা বাংলাদেশি শ্রমিকরা বালু উত্তোলন করতে না পারলেও ভারতীয় শ্রমিকরা প্রতিদিন ভারতীয় সীমান্ত থেকে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছে।


বিজ্ঞাপন


এসব কারণে সরকারি রাজস্ব প্রদান করে যাতে দেবহাটা ও কালিগঞ্জবাসী আবার বালু উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যাপারে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বালু শ্রমিকরা।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন