রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

ক্ষেতলালে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধে তালবীজ রোপণ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটছে। বাংলা ও বাঙালির জনপ্রিয় ফল তাল। ভাদ্র মাসের তাল না খেলে কালে ছাড়ে না বলে বাঙালি সমাজে প্রবাদও রয়েছে। তালগাছের প্রয়োজনীয়তা অপরিসীম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে তালগাছের চারা-আঁটি লাগানোর উদ্যোগ নেওয়া হয়।

দেশে সবুজায়ন বৃদ্ধি করতে গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বর্ষা ও সারা বছরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে পরিবেশবাদী ও স্বেচ্ছাসেবী সংগঠন বসুন্ধরা শুভসংঘ। বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল, জয়পুরহাট শাখার আয়োজনে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত নিরোধে তালবীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। অনাবৃষ্টি, বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগে দেশে প্রতিবছর শত শত লোক মারা যাচ্ছে। আর এসব প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে বা দুর্যোগ মোকাবিলা করতে তালগাছের গুরুত্ব অপরিসীম।


বিজ্ঞাপন


আরও পড়ুন

মানুষের ভালোবাসায় ফিরে এলো ঈগল

এসময় উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘ ক্ষেতলাল, জয়পুরহাট জেলার সভাপতি এম রাসেল আহমেদ, সাধারণ সদস্য নাহিদ হোসেন, শামীম হোসেন, শাহিন ও রানা, প্রমুখ।

উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ গত চার বছরে ক্ষেতলাল, কালাই, জয়পুরহাটে বিভিন্ন স্থানে প্রায় চল্লিশ হাজার তালের চারা-আঁটি লাগিয়েছে যা এখন দৃশ্যমান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন