রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

বীরগঞ্জে তিন ক্লিনিককে জরিমানা, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ০৬:২২ পিএম

শেয়ার করুন:

loading/img

দিনাজপুরের বীরগঞ্জে বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকারের অভিযানে ৩ ক্লিনিককে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগমের পরিচালনায় আমাদের ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা, পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিককে ৫০ হাজার টাকা ও নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং হক ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেছেন।


বিজ্ঞাপন


thumbnail_2

ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে মাঠে নেমেছি। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাতক্ষীরায় ডাকাত সরদার রিয়াজুল গ্রেফতার

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন- বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. সৈয়দ সাব্বির-উল-ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ ফরিদ বিন ইসলাম, এসআইটি এনামুল হক এবং দিনাজপুর র‌্যাব-১৩ এর সহায়তায় অভিযান পরিচালনা করেন।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন