রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ঢাকা

সাতক্ষীরায় ডাকাত সরদার রিয়াজুল গ্রেফতার

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা
প্রকাশিত: ১৬ জুলাই ২০২৪, ০৩:৩৯ পিএম

শেয়ার করুন:

সাতক্ষীরায় ডাকাত সরদার রিয়াজুল গ্রেফতার

সাতক্ষীরার তালা উপজেলার দুর্ধর্ষ ডাকাত  রিয়াজুল বাহিনীর সরদার মো. রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ খুলনা।

মঙ্গলবার (১৬ জুলাই) ভোর রাতে তাকে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সুরখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


রিয়াজুল ইসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জিয়ালা নলতা এলাকার  মৃত বাছতুল্লাহ মোড়ল ছেলে।

আরও পড়ুন

তালতলীতে ৩২ লিটার চোলাই মদসহ আটক ১

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, প্রায় একযুগেরও বেশি সময় ধরে তালা উপজেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে আতঙ্কের এক নাম ছিল রিয়াজুল বাহিনী। তার নামে চুরি, ডাকাতি, দাঙ্গা, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিষ্ফোরক সামগ্রী রাখাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা জেলায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কারণে  জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এরপর র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, ডাকাত রিয়াজুল এবং তার দলের সদস্যরা এসব ঘটনার পেছনে জড়িত।


বিজ্ঞাপন


Satkhi

এছাড়া আসামি রিয়াজুল  ২০১১ সালে তালা থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়না ভুক্ত ফেরারি ছিল। এরপর থেকে সে আত্মগোপনে থেকে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি সময়ে  র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রিয়াজুলকে খুলনা জেলার বটিয়াঘাটার সুরখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা র‌্যাব-৬ কোম্পানি কামান্ডার এএসপি ফয়সাল জানান, সম্প্রতি ঘটে যাওয়া চুরি ডাকাতি ঘটনায় র‌্যাবের একটি টিম  অভিযান চালিয়ে মঙ্গলবার ভোর রাতে খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার সূরখালী এলাকা থেকে আসামি রিয়াজুল ইসলাম  গ্রেফতার করতে সক্ষম হয়। পরে  গ্রেফতার আসামিকে তালা থানায় হস্তান্তর করা হয়।

তালা থানার ওসি মোমিনুল ইসলাম গ্রেফতারের  বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর