মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ফকিরহাটে পরিবহনের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১০:৩২ এএম

শেয়ার করুন:

loading/img

বাগেরহাটের ফকিরহাটে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মো. আতিয়ার রহমান (৪৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন।

রোববার (১৩এপ্রিল) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড় নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান

নিহত মো. আতিয়ার রহমান বাগেরহাটের যাত্রাপুর এলাকার মৃত ইমান উদ্দিনের ছেলে। তিনি বিসমিল্লাহ ফিড মিলস্ লিমিটেডের কর্মচারী ছিলেন।

আরও পড়ুন

পরকীয়া প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, স্বামীর আত্মহত্যা

মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে আতিয়ার রহমান কোম্পানি থেকে রাতে ডিউটি করে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। মূলঘর এলাকায় রাজপাট-সোনাখালী মোড়ে এসে পৌঁছালে পেছন দিক থেকে অজ্ঞাত একটি পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কের ওপর পড়ে যান। এসময় দ্রুতগামী অপর একটি অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলে আতিয়ার নিহত হন।


বিজ্ঞাপন


খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ও ফায়া সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে ঘাতক অজ্ঞাত পরিবহন দু'টিকে জব্দ করা সম্ভব হয়নি বলেও এ কর্মকর্তা জানান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর