শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বিমানে হেনস্তার শিকার ইমন চক্রবর্তী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৫, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

loading/img

পশ্চিমবঙ্গের কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তীকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। কণ্ঠ দিয়ে তিনি শাসন করছেন সেখানকার সংগীতাঙ্গন। সম্প্রতি এই সংগীতশিল্পীর সঙ্গে ঘটেছে অপ্রতিকর ঘটনা। বিমানে হেনস্থার শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন এই গায়িকা।

ওই পোস্টে অভিযোগ করেছেন, এয়ার ইন্ডিয়াকে অতিরিক্ত টাকা দিয়েও, নিজেদের পছন্দের সিট পাননি তিনি। গত শনিবার (১৩ এপ্রিল) ইন্দোরে শো শেষ করে দিল্লি যাওয়ার পথে হেনস্তার শিকার হন। 

Emon_1

ইমন এক পোস্টে লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার টিকিট নিয়েছিলাম আমরা। এমনকি পছন্দের সিটের জন্য অতিরিক্ত মূল্যও দেই। আর আপনাদের এমপ্লয়িরা সেই সিট দিয়ে দিল অন্য যাত্রীকে। এটা একদমই অনৈতিক আর গ্রহণযোগ্য নয়। ইন্দোর থেকে দিল্লি আসছি। বিরক্তিকর যাত্রা।’

কেবল কণ্ঠ নয়, ফ্যাশনেও ইমন চক্রবর্তীর বাজিমাত


বিজ্ঞাপন


গায়িকার পোস্টের মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উগড়ে দিয়েছেন।  একজন লিখেছেন, ‘যা খুশি তাই হচ্ছে’।  অন্য একজন লিখেছেন, ‘গত মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে দিল্লি থেকে কলকাতা আসছিলাম। অতিরিক্ত অর্থ দিয়ে পছন্দ মতো সিট নিয়েছিলাম। কিন্তু আমাদের সিটও অন্য যাত্রীকে দেওয়া হয়।’

Emon

মন্তব্যের ঘরে গায়িকাকে কটাক্ষ করতে দেখা গেছে। যার কড়া জবাব দিয়েছেন ইমন। তিনি লিখেছেন, ‘আপনাদের মতো ফ্রাস্ট্রেটেড লোকজন খালি এসবই ভাবে। একদম অসহ্য ও বিরক্তিকর। আমার ব্যক্তিগত সমস্যা আমি শেয়ার করেছি, আপনার অসুবিধা হলে আমার প্রোফাইল বা পেজে আসবেন না। আর আসলেও ফালতু ফুটেজ খাওয়া বন্ধ করুন।’ 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর