দক্ষিণী তারকা যুগল তামান্না ভাট ও বিজয় ভার্মার সম্পর্কের তরী ডুবে গেলেও ফের নাকি এক হচ্ছেন তারা। সম্প্রতি এরকম আভাস দিলেন ভারতের জাতীয় পর্যায়ের এক জ্যোতিষী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “অর্থই অনর্থের মূল! এখনও বিজয়-তমন্না পরস্পরকে ভালোবাসেন, কাছাকাছি থাকতে চান। বাদ সেধেছে অর্থকরী সংক্রান্ত বিষয়। উভয়ের মধ্যে একজনের উপার্জন বাড়ছে। অন্য জন পিছিয়ে পড়ছেন ক্রমশ। যা তাঁদের মধ্যে দূরত্ব তৈরি করেছে।”
বিজ্ঞাপন
এদিকে কথায় আছে প্রেমের মরা জলে ডোবে না। বিজয়-তামান্নার ক্ষেত্রেও এরকম দেখা যাচ্ছে। কেননা বিচ্ছেদের পরও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এছাড়া দোলের দিন আলাদা করে হলেও একই বাড়ির সদস্যদের সঙ্গে রঙ খেলায় মেতেছিলেন সবাই। তাই দেখে অনেকের প্রশ্ন, তবে কি ফের এক হচ্ছেন বিজয়-তামান্না?
বিষয়টি নিয়ে ওই জ্যোতিষী বলেছেন, প্রেম না থাকলেও আজীবন বন্ধুত্ব থাকবে বিজয়-তামান্নার। পরস্পরকে এড়ানোর সাধ্য তাদের নেই। অর্থকরী কারণেই তাদের মধ্যে যাবতীয় সমস্যা। শিগগিরই নাকি সেই সমস্যা মিটবে। তবে সাতপাকে নিজেদের জড়াবেন না তারা।
বিজ্ঞাপন
২০২৩-এ বিমানবন্দরে একসঙ্গে দেখা গিয়েছিল তামান্না-বিজয়কে। সে বছরের শুরুতে গোয়ায় বিজয়ের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডে ছড়িয়ে যায় বিজয় ও তামান্নার প্রেমকাব্য। অপেক্ষা ছিল গাঁটছড়া বাঁধার। কিন্তু তার আগেই বাজল বিচ্ছেদের সুর।