ফিলিস্তিনের গাজা ও রাফা নগরীতে ইহুদি ইসরায়েলিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনীতে ইসরায়েলি, মার্কিন ও ভারতীয় পণ্য বর্জনের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেনীতে মুসলিম কমিউনিটির বিভিন্ন স্তরের ব্যক্তি, আলেম ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ প্রচারাভিযানে অংশ নেন।
বিজ্ঞাপন
প্রচারাভিযানে অংশ নেয়া ফেনীর আলহুদা ফাউন্ডেশনের চেয়ারম্যান আলাউদ্দিন নূরী বলেন, আন্তর্জাতিক ইসলামী স্কলাররা ফতোয়া দিয়েছেন এই মুহূর্তে সব মুসলমানের জন্য জিহাদ ফরজ হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে আমরা ফেনীতে সর্বদলীয় নেতাকর্মীদের নিয়ে আমরা ৬টি টিম শহরের মুদি দোকান, ওষুধ দোকান, বিভিন্ন হোটেল রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য ব্যবহার না করে স্থানীয় ও দেশীয় পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করছি। আমাদের এমন কাজে মানুষের ইতিবাচক সাড়া পাচ্ছি।
এনসিপির সদস্য আবু সাঈদ অনি জানান, ফিলিস্তিনের আমাদের ভাইবোনদের যেভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে পৃথিবীর সব মুসলমানদের জিহাদ করা এখন ঈমানী দায়িত্ব হয়ে পড়েছে। আমরা ফেনীর সব রাজনৈতিক অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবীদের ঐক্যজোট করে সর্বদলীয়ভাবে ফিলিস্তিনকে রক্ষার আন্দোলন হিসেবে ইসরায়েলি পণ্যের ব্যবহার না করতে ব্যবসায়ী, ভোক্তা ও সর্ব শ্রেণির মানুষকে সচেতন করে যাচ্ছি।
প্রতিনিধি/এসএস