সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

বরিশালের বাস-লঞ্চে উপচে পড়া ভিড়, টিকিট সংকটে ভোগান্তি

অনিকেত মাসুদ, বরিশাল
প্রকাশিত: ২১ জুন ২০২৪, ১১:০০ এএম

শেয়ার করুন:

loading/img

ঈদ উদযাপন শেষে কর্মস্থলের উদ্দেশে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। বাস-লঞ্চে উপচে পড়া ভিড় থাকায় টিকিট মিলছে না যাত্রীদের কপালে।

সুপ্রতিষ্ঠিত সব বাস কোম্পানির টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। ফলে যাত্রীরা বাসটার্মিনালে এসে টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হচ্ছে। তাই বাধ্য হয়ে একাধিক বাহনে চড়ে ভেঙে ভেঙে কর্মস্থলমুখি হয়েছে যাত্রীরা।


বিজ্ঞাপন


আরও পড়ুন

এবার ঢাকামুখী মানুষের স্রোত

কে লঞ্চের কেবিনের টিকিটও মিলছে না। বাস ও লঞ্চের টিকিট অগ্রীম বিক্রি হয়ে যাওয়ায় অধিকাংশ যাত্রী পড়েছে ভোগান্তিতে। তবে ঈদ করতে বরিশালে আসার সময় সড়ক পথে কম সময়ে নির্বিঘ্নে পৌঁছেছে বলে জানিয়েছে যাত্রীরা।

তথ্যমতে, ঈদযাত্রায় বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন ৬ শতাধিক বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে। এসব বাসের টিকিট অগ্রিম বিক্রি হয়ে যাওয়ায় যাত্রীরা পড়েছে চরম ভোগান্তিতে। তারা লোকাল বাসসহ একাধিক বাহনে চড়ে কর্মস্থলে রওনা দিয়েছে।

eid-2


বিজ্ঞাপন


অন্যদিকে বরিশাল থেকে ৬টি লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করেছে। এসব লঞ্চের কেবিনের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। তবে কেবিনের দালালদের অতিরিক্ত মূল্য দিলেই মিলছে টিকিট।

বাসযাত্রী তাহমিদ রহমান সিয়াদ বলেন, সকালে টার্মিনালে গিয়ে দেখি সব বাসের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। তাই ভেঙে ভেঙে একাধিক বাহনে চড়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে বলে জানান তিনি। লঞ্চযাত্রী শান্ত হাওলাদার বলেন, একাধিক লঞ্চের কাউন্টারে গিয়ে কেবিনের টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি। পরে দালালের মাধ্যমে কেবিনের টিকিট সংগ্রহ করেছি।

অ্যাডভেঞ্জার ৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ আলম বলেন, আগামী ২২ তারিখ পর্যন্ত কেবিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে। কেবিনের যাত্রী চাপ থাকলেও ডেকে কাঙ্ক্ষিত যাত্রী নেই। পদ্মা সেতু উদ্বোধনের আগে ঈদ মৌসুমে যে সংখ্যক ডেক যাত্রী বহন করতেন তার চেয়ে বর্তমানে যাত্রী চাপ চার ভাগের একভাগ।

আরও পড়ুন

‘ঈদের দিনেও পরিবার নিয়ে বাড়িতে উঠতে পারলাম না’

শ্যামলী এনআর ট্রাভেলসের বরিশাল কাউন্টারের ম্যানেজার ইকবাল হোসেন বলেন, শুক্র, শনি ও রোববারের সব টিকিট বিক্রি হয়ে গেছে। অনলাইনে অগ্রিম কেনার সুযোগ থাকায় টিকিট শেষ হয়ে গেছে।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি অসীম দেওয়ান বলেন, নামীদামি কোম্পানি বাদেও বিভিন্ন ব্যানারে কিছু সংখ্যক বাস চলছে। সেই বাসে চড়ে কর্মস্থলে ফিরছে যাত্রীরা।

যাত্রী ভোগান্তি রোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বিআইডব্লিউটিএর উপ-পরিচালক ও বরিশাল নদী বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন